নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন গড়বো সমাজ কল্যাণ সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রেলগেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কাটা হয়। এ সময় বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে সম্মাননা স্মারক দেয়া হয়।
সংগঠনের সহ-সভাপতি এসএম আজাহার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর এম. হাসান সরোওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, সংগঠনের দাতা সদস্য মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, সাধারণ সম্পাদক তোফোজ্জেল হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক আকিব রায়হান, রাবেয়া পারভীন রিনা, আকরাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ এম আই নয়ন।