নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত তিনদিন ব্যাপী কর্মসূচি রোববার শেষ হয়েছে। সমাপনী দিনেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ধানের বীজ বিতরণ, খাদ্য সামগ্রী প্রদান, বৃক্ষরোপণ ও বই মেলা।
সমপানী দিনে জেলা বিএনপির আয়োজনে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। এর আগে তিনি জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বই মেলার উদ্বোধন করেন।
এর আগে জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা শাখার আয়োজনে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। পরে তিনি ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মাইকপট্টি-পাইপপট্টি এলাকায় এবং আর এন রোড বিএনপির আয়োজনে দুঃস্থদের মাঝে খাবার প্রদান করেন। নগর স্বেচ্ছাসেবক দলের আয়োজেন শহরের মনিহার এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। এছাড়া তিনি যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। দিন ব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনাসরুল হক রানা, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।