নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বসন্ত কুমার সড়কে একটি ভাড়া বাসা থেকে আশিকুর রহমান হৃদয় নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি। তিনি একই এলাকার মনি মিয়ার ছেলে।
মৃতের স্ত্রী পিয়া বেগম জানান, ঈদের আগে তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। আর ঈদের দিন গিয়েছিলেন আশিকুর। খাওয়া-দাওয়া শেষে তিনি চলে আসেন। মঙ্গলবার সকালে প্রতিবেশি ঘর থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজনকে ডেকে জানালা খুলে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।