নিজস্ব প্রতিবেদক :
যশোরে নানা আয়োজনে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন টিউশন সেবা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার প্রেসক্লাব যশোর’র ২য় তলার অডিটোরিয়াম আলোচনাসভা, সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
টিউশন সেবা, যশোর এর সহ-সভাপতি সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে এবং সাদিয়া তাবাসসুম ও নাজিরা ইয়াসমিন মিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। বক্তব্য দেন বিমান বন্দরের ফায়ার অপারেটর রাশেদ খাঁন, টিউশন সেবা, যশোর এর সভাপতি রেজওয়ান রনি, সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবির, সহ-সভাপতি সুরাইয়া সুলতানা সাথী, কার্যকরী সদস্য শাহিন, সুমি আক্তার, টিউশন সেবা, যশোরের উপদেষ্টা আয়ুব হোসেন, আশিক ইকবাল, আফরোজা সুলতানা মৌ, কেমিস্ট সমিতি যশোরের কার্যকরী সদস্য এবিএম আশিকুর রহমান, যশোর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, অর্থ-সম্পদের মধ্যে নয়, কর্মের মধ্যে বেঁচে থাকতে হবে। মানবিক কাজের মধ্যে বেঁচে থাকতে হবে। স্বপ্ন দেখতে হবে পরিবার ও সমাজের জন্য। যুবাদের নেতৃত্ব দিতে হবে সমাজ পরিবর্তনে।