নিজস্ব প্রতিবেদক
যশোরের খোলা বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) সয়াবিন তেল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী অপু কোতোয়ালি মডেল থানায় মঙ্গলবার এই মামলা করেন। ইতিমধ্যে ওই মামলায় চোরাই তেলের ক্রেতা রেজাউল ইসলাম ও তার ছেলে দাউদ হোসেনকে আটক করা হয়েছে। মামলায় আটক দুইজনসহ লোকনাথ টিসিবির ডিলার গৌরাঙ্গ পাল বাবুকেও পলাতক আসামি করা হয়েছে। পলাতক আসামি বাবু পাল যশোর শহরের বেজপাড়া মেঠোপাড়ার মৃত বলরাম পালের ছেলে।
বাদী মামলায় বলেছেন, গত ২৬ ফেব্রুয়ারি ঝিনাইদহের সরকারি গোডাউন থেকে মেসার্স লোকনাথ ভান্ডারের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ কুমার পাল বাবু ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য উত্তোলন করেন। ওই পণ্যের মধ্যে ১০৮ বোতল সয়াবিন তেল শহরের হাটচান্নি মার্কেটের আলু পট্টিতে রেজাউল ইসলামের দোকানে বিক্রির জন্য মজুত করেন। ২৭ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে স্থানীয়রা ওই তেল আটক করে পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ এসে সেখান থেকে ১০৬ বোতল তেল ভর্তি এবং দুইটি খালি বোতল উদ্ধারসহ দোকান মালিক রেজাউল ইসলাম ও তার ছেলে দাউদ হোসেনকে আটক করে। এরপর এই ঘটনায় মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
উল্লেখ্য, বাবু পাল টিসিবি’র ডিলার হওয়ায় দীর্ঘদিন ধরে হাটচান্নি মার্কেটের রেজাউল ইসলাম, ইয়াছিন ও মোহাম্মদ আলীর মাধ্যমে সয়াবিন তেল, মশুরি ডাল, চিনি ও ছোলাসহ বিভিন্ন ধরণের পণ্য চোরাইভাবে বিক্রয় করে আসছিলেন বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। তবে এদিনের ঘটনায় থানায় মামলা হলেও মূল আসামি টিসিবি’র ডিলার বাবু পাল পলাতক রয়েছেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের এসআই জাকির হোসেন জানান, পলাতক আসামি টিসিবি’র ডিলার বাবু পালকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:যশোরের ব্যাংকগুলোতে চেক লেনদেন কমেছে