নিজস্ব প্রতিবেদক
যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজান উপলক্ষে এবার এ পণ্য প্যাকেজে এক কেজি করে ছোলা দেয়া হয়েছে। সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারী পরিবারের সদস্যদের উপচে পড়া ভিড় দেখা গেছে এদিন পণ্য তুলতে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি ডিলারগণ স্থানীয় জনপ্রতিনিধি ও ট্যাগ অফিসারের সমন্বয়ে পণ্য বিক্রি করে।
প্রায় এক মাস পর এদিন টিসিবির পণ্য দেয়া হয়। টিসিবির পণ্য নিতে আসা উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালিদ হাসান বলেন, রোজার মাসে টিসিবির পণ্য পেয়ে উপকার হয়েছে।
পণ্য নিতে আসা ক্ষুদ্য ব্যবসায়ী হাদিউজ্জামান জানান, দোকান বন্ধ করে পণ্য নিতে এসেছি। বাজার ছাড়া অনেক টাকা সাশ্রয় হচ্ছে এই পণ্য পেয়ে।
যশোর পৌরসভার ট্যাগ অফিসার হারুনুর রশিদ ও নাসিম রেজাসহ ১০/১২ জনকে সমন্বয় করে এই টিসিবির মালামাল বিতরণ করা হচ্ছে। পৌরসভার ন্যায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদ ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাণীয় চেয়ারম্যানের তদারকিসহ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এদিন টিসিবির পণ্যের মধ্যে ছিল দুই লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ কেজি মুসুরির ডাল ও ১ কেজি ছোলা। যার প্যাকেজ মূল্য ৪শ’ ৭০ টাকা।