নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে টি-১০ একাডেমিকাপ ক্রিকেট। বুধবার যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নক আউট ভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে এস এস ক্রিকেট একাডেমি, কেশবপুর ক্রিকেট একাডেমি, ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি ও যশোর ক্রিকেট একাডেমি।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কেশবপুর ক্রিকেট একাডেমি ও ঝিকরগাছা ক্রিকেট একাডেমি। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেটে ৭৫ রান করেন কেশবপুর ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৬৫ রানে গুটিয়ে যায় ঝিকরগাছা ক্রিকেট একাডেমির দলীয় ইনিংস। কেশবপুরের একাডেমি জয় পায় ১০ রানে। কেশবপুরের ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন অর্ঘ ঘোষ। বল হাতে ঝিকরগাছার তাফিমুল ইসলাম ছয় রানে নিয়েছেন সর্বোচ্চ চারটি উইকেট। ঝিকরগাছা ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে আরিচ করেছেন সর্বোচ্চ ১৮ রান। বল হাতে কেশবপুরের সাইমুল নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট।
দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ৬৫ রান করে এস এস ক্রিকেট একাডেমি। জবাব দিতে নেমে ৪২ রানে গুটিয়ে যায় মুসলিম ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি। ফলে এস এস ক্রিকেট জয় পায় ২৩ রানে। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন অরন্য পলক। বল হাতে মুসলিম ফ্রেন্ডসের পক্ষে সর্বোচ্চ দু’টি উইকেট নিয়েছেন মাহাদী হাসান। মুসলমি ফ্রেন্ডেসের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেছেন মাহফুজ। বল হাতে এস, এস ক্রিকেট একাডেমির রজিন নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।
তৃতীয় ম্যাচে জয় পেয়েছে যশোর ক্রিকেট একাডেমি। তারা নয় উইকেটে হারিয়েছে মনিরামপুর ক্রিকেট একাডেমিকে। টস জিতে ব্যাট করতে নেমে মনিরামপুর নয় ওভার পাঁচ বলে সব ক’টি উইকেট হারিয়ে ৪১ রান করে। জবাবে চার ওভার তিন বলে মাত্র একটি উইকটে হারিয়ে জয় নিশ্চিত করে যশোর ক্রিকেট একাডেমি। মণিরামপুরের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন তাফিম হাসান। যশোর ক্রিকেটের সৈকত মল্লিক নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট।
যশোর ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ২৭ রান করেন হিমেল। মনিরামপুরের পক্ষে বল হাতে একটি মাত্র উইকেট নিয়েছেন রাজ।
দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি। তারা ১০ উইকেটে হারিয়েছে আসাদ ক্রিকেট একাডেমিকে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নয় ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৪২ রান করে আসাদ ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করতে নেমে চার ওভার পাঁচ বলে একটি মাত্র উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্লেমন আছিয়া। আসাদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিবুল আলম। বল হাতে ক্লেমনের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকটে নিয়েছেন জাবিদ বিন সাবিত। ক্লেমনের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৩ রান করেন মাহিন।
বৃহস্পতিবার প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, এ জেড এম সালেক, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, ক্রীড়া সংগঠক মঈনুদ্দিন রোম, মাহতাব নাসির পলাশ, শামীম এজাজ প্রমুখ।