নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আজিজুর রহমান বাচ্চু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলায় অবস্থিত আফিল ব্রিকসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান বাচ্চু বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি বাজারের মৃত আহম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নিহত আজিজুর রহমান বাচ্চু রূপদিয়া বাজার থেকে আসার পথে বালুবাহী নম্বর প্লেটবিহীন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আজিজুরকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।