নিজস্ব প্রতিবেদক
যশোরের ট্রাকের ধাক্কায় আকিমুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি চালককে আটক করেছে।
নিহত আকিমুল ইসলাম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মোনছের আলীর ছেলে। তিনি যশোর পুলিশ সূপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ১৬৯০।
যশোর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকিমুল ইসলাম সরকারি ডাক নিয়ে বেনাপোল পোর্ট থানায় যান। সেখান থেকে ফেরার সময় পথিমধ্যে কৃষ্ণবাটি লিলিয়ান ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানির পাশে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেল ধাক্কা দেয়।
এতে তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কনসটেবল আকিমুলের মৃত্যুর ঘটনায় শ^শুর ঝিনাইদহ জেলা সদরের বেড়বাড়ি গ্রামের কাশেম আলী বিশ^াস ঘাতক ট্রাক চালক সাতক্ষীরা জেলার কলারয়ো উপজেলার কেরালকাতা গ্রামের রবিউল ইসলামের ছেলে হানিফকে (২৫) আসামি করে বুধবার মামলা করেন। এর আগে খবর পেয়ে মঙ্গলবার রাতে কোতোয়ালি পুলিশ উলশি নামক স্থান থেকে ট্রাক চালক হানিফকে আটক করে।