নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়া বাবলাতলায় তুষ বোঝাই একটি ট্রাক উল্টে রাস্তার ধারে চায়ের দোকানের ওপর পড়েছে। এতে দোকানে থাকা নাজির আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইন্দ্রা (৩৫) নামে আরো একজন। নাজির আহমেদ চাঁচড়ার গোলদারপাড়ার বাসিন্দা। আহত ইন্দ্রা খুলনার বয়রার রায়মোহন গ্রামের বাসিন্দা।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ভোরে তুষ ভর্তি একটি ট্রাক বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি চাঁচড়া বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানের উপর উল্টে পড়ে। এতে চায়ের দোকানে থাকা দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজির উদ্দিন মারা যান। হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ জানিয়েছেন।