নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার রূপদিয়ার শাখারীগাতি গ্রামের বাসিন্দা। রাজমিস্ত্রির কাজ করতেন রফিকুল। শনিবার সকাল ৮টার দিকে শহরের রাজারহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকালে রফিকুল নিজ গ্রাম থেকে ইজিবাইক যোগে যশোরে কাজের উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে রাজারহাট মোড়ে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাকের সাথে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুল মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রফিকুল নামে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে মারা যান তিনি।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি সিদ্দিকুর রহমান জানান, রাজারহাট মোড়ে ইজিবাইক ও ট্রাক মুখোমুখি হলে একজন নিহত হয়। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।