নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাক চুরির অভিযোগে ২ মাস ৮ দিন পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সদরের মোবারককাঠি নতুন টার্মিনাল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩৮) শুক্রবার মামলা করেন। মামলায় ট্রাক চালক খুলনার খালিশপুর বড়বয়রা বর্তমানে শহরের শংকরপুর চোপদার পাড়ার জনৈক ইউসুপ আলীর বাড়ির ভাড়াটিয়া কাশেম বিশ্বাসের ছেলে হাসান বিশ্বাস (৪৩)।
মামলায় শফিকুল ইসলাম বলেন, আমার ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার যশোর ট ১১-১৩৯২) গত ৪ বছর ধরে চালক হিসেবে হাসান বিশ্বাস চালিয়ে থাকেন। গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের শংকরপুর টার্মিনালে আমার গ্যারেজ থেকে ভাড়া খাটার উদ্দেশ্যে হাসান বিশ্বাস ট্রাকটি নিয়ে বের হয়ে যায়।
হাসান ট্রাকটি তার কাছে রেখে ভাড়ায় চালাতে থাকে। এরপর আর আমার সাথে যোগাযোগ করেরি। মাঝে মধ্যে ফোন করলেও তাকে গাড়ি নিয়ে আসতে বললে তালবাহানা করে। দীর্ঘ দেড় মাস গাড়ির কোন ভাড়া দেয়নি। গাড়ি ভাড়া বাবদ তার কাছে দেড় লাখ টাকা পাওয়া যাবে। তার স্ত্রীর কাছে জানতে চাইলে সেও সঠিক কোন তথ্য দেয় না। হাসান পরিকল্পিতভাবে ট্রাকটি চুরি করে নিয়েছেন।