নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রাভেলস ব্যাগে ১৬ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তরিকুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জিওর গাজী ওরফে জিয়ার গাজীর ছেলে।
কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী জানিয়েছেন, গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মণিহার এলাকার লিটন ট্রাভেলসের সামনে থেকে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ট্রাভেলস ব্যাগের ভেতর থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।