নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রেন দুর্ঘটনায় হাসান আল মান্না ওরফে তন্ময় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে সদরের খোলাডাঙ্গা গাজীর বাজার গাজীপাড়া রেল লাইনের উপর। তিনি সদরের চাঁচড়া মন্ডলগাতি গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রতক্ষদর্শী সালমান হাসান জানান, তন্ময় ভোরে অসচেতন ভাবে রেল লাইন পার হওয়ার সময় ঢাকা টু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল এর দিকে দ্রুতগামী যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেল পুলিশ।
