নিজস্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য যশোর পৌরসভার পক্ষ থেকে সচেতনতায় ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পেইন করা হয়েছে। দুইব্যাপী ক্যাম্পেইনের সোমবার প্রথম দিনে পৌরসভার ২,৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ডে এবং মঙ্গলবার ১,৩,৪,৫ ও ৯ ওয়ার্ডে সচেতনামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। এ সময় বিনামূল্য খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এছাড়া কাউন্সিলরগণ স্ব-স্ব এলাকার মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগসমূহ প্রতিরোধে ও প্রতিকারে করণীয় বিষয়ক ঘোষণা দেয়া আহ্বান জানান।
পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম বলেন, ডায়রিয়া কি জন্য হচ্ছে তা আমরা সুনিশ্চিত করে বলতে পারছি না। তাই আমাদের ডায়রিয়া প্রতিরোধ ও প্রতিকারে সচেতন হতে হবে। বিশেষ করে বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবার বিষয়ে সচেতন হতে হবে। অসুস্থ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

 
									 
					