নিজস্ব প্রতিবেদক
যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। সোমবার সকালে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
কলেজের হল রুমে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামীতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনাই উদ্ভাসিত হয়ে সেই নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।’
কলেজের প্রভাষক আলফাজ উদ্দীনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি তরফদার কায়সার পারভীন প্রমুখ।
আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।