নিজস্ব প্রতিবেদক:
যশোরে আগ্নেয়াস্ত্র পিস্তলসহ নাজমুল হোসাইন প্রিন্স (৩৫) নামে চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । এসময় ১টি বিদেশী পিস্তল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) রাতে উপশহর বি-ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল হোসাইন কোতয়ালী থানার যোগী ইছালী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর জেলার আইন-শৃংখলা উন্নয়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার টিম উপশহর বি-ব্লক এলাকায় অভিযান পরিচলনা করে। এসময় এক জন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আসামির স্বীকারোক্তি মোতাবেক তার ভাড়া বাসা থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: এক ডিভাইডার অর্ধশতাধিক দুর্ঘটনার কারণ

 
									 
					