নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুন (২৫) নামে এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম চক্রবর্ত্তী জানান, সাথী খাতুন থ্যালাসেমিয়া রোগ নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ডেঙ্গুর উপসর্গসমূহ সামনে আসলে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।