সংবাদ বিজ্ঞপ্তি
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় গতকাল বিকালে যশোর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সড়ক প্রচার করা হয়।
সারা দেশের ন্যায় যশোরেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও এই রোগে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড়। এমতাবস্থায় যশোর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও ইউনিসেফ এর সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যাপক সড়ক প্রচার করা হয়। প্রচারের মাঝে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট এবং বক্তৃতা প্রদান করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সড়ক প্রচার চলে।
