নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। সোমবার সকালে শহরের দড়াটানা মোড়ে পথসভা শেষে লিফলেট বিতরণ করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল ও এমওসিএস ডা. রেহেনেওয়াজ।
পথসভায় পথচারী ও আশেপাশের দোকান ও প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জনসচেতনামূলক নির্দেশনা প্রদান করা হয়। এসময় জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি বাসাবাড়ির ছাদ, আঙিনা পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে বাসাবাড়ির আশপাশ, ছাদবাগান অবশ্যই পরিষ্কার রাখতে হবে। নয়তো ডেঙ্গু ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. দীপঙ্কর ভট্টাচার্য, মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. অনুপম দাস, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. তাইফুর আজিজ খান, ডা. রুমানা আক্তার, ডা. সাবরিনা মমতাজ, ডা. সামিনা পারভীন ও ডা. দীপঙ্কর দাস প্রমুখ।