নিজস্ব প্রতিবেদক
যশোরে ডেভিল হান্টের অভিযানে কোতোয়ালি থানা এলাকার ৯ জনসহ আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। গত রোববার রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এই অভিযানে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোর উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের মৃত সুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকুঞ্চপুর গ্রামের মৃত হোসেন আলী মোল্যার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, ফারুক হোসেনের ছেলে তুষার হোসেন ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহিদ।
স্থানীয়রা জানিয়েছে, সম্প্রতি জেলার বিভিন্নস্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরণের অপরাধ বৃদ্ধি পেয়েছে। সে কারণে যশোরবাসী আতংকিত। এরআগে গাজীপুরে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাংচুরকালে পাল্টা হামলায় বেশ কয়েকজন আহত হয়। এরপর থেকে টনক নড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশে জারি করা ডেভিল হান্ট নামে অভিযান শুরু করা হয়। কিন্তু প্রথম দিনে যশোরে কোন অভিযান বা আটক না থাকলেও দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার বিভিন্ন এলাকাসহ অন্যান্য থানার বিভিন্ন গ্রামগঞ্জে ডেভিল হান্ট নামে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, আটককৃতদের আদালতের সোপার্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানিয়েছেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।