দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। বুধবার যশোরে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর এক্সপার্ট মিট অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এমজিআই-এর ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, এজিএম বিদ্যুৎ কুমার বণিক, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মনিরুজ্জামান লিটন ছাড়াওসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।-সংবাদ বিজ্ঞপ্তি