নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা অভিযানে মাদকদ্রব্য ও তক্ষক সাপসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ ও এসআই মো. আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বটতলা মোড়ের জনৈক ইউসুফের চায়ের দোকানের সামনে অভিযান চালান। তারা এ সময় সেখান থেকে তারা ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে আটক করেন। আটকরা হলেন, শহরের সিটি কলেজপাড়া বউবাজার এলাকার জনৈক জামালের বাড়ির ভাড়াটিয়া আব্দুস সালামের ছেলে মুক্তার হোসেন বাবু (২৭), শহরতলীর ঝুমঝুমপুর উত্তরপাড়ার হাসান আলীর ছেলে আল-আমিন হোসেন (২৪), মনির হোসেনের ছেলে রাজ আহমেদ (২১), ঝুমঝুমপুর পশ্চিমপাড়ার শাহাবার হোসেনের ছেলে সহিদ হোসেন (২৫) ও ঝুমঝুমপুর স্কুল মোড়ের আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৬)।
একইদিন রাত ১০টার দিকে এসআই শেখ আবু হাসান শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের হাশেম আলীর ছেলে করিম হোসেনের বাড়িতে অভিযান চালান। সেখান থেকে এ সময় করিম হোসেন (৪৬) এবং শার্শার আফিল জুট মিল এলাকার গোলাম নবীর ছেলে হাফিজুর রহমানকে (৫৬) একটি তক্ষক সাপসহ আটক করা হয়।
অপরদিকে, বুধবার দুপুরে যশোরে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান শহরের রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বেবী বেগমকে আটক করেন। পরে দুই পায়ের উরুতে বিশেষ কায়দায় বেঁধে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। বেবী বেগম রেলগেট তেঁতুলতলা ইসমাইল কলোনির মৃত মোন্তাজ শেখের মেয়ে।