নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। অতিথিরা বঙ্গবন্ধুর জীবনী, আদর্শ, রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা ও তার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নের কথা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালকবৃন্দ ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী।
