নিজস্ব প্রতিবেদক
যশোরে তিনটি বার্মিজ চাকুসহ ৩ যুবককে গত বুধবার আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের বকুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত খোকন হোসেনের ছেলে বাবু হোসেন (২৪), বাবুর বাড়ির ভাড়াটিয়া সামছুল হকের ছেলে শুকুর আলী (১৯) এবং শেখহাটি তমালতলা স্কুলের পাশের মতিয়ার রহমানের ছেলে বাবু হাসান (১৯)।
ডিবি পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আরএন রোডস্থ বিশ্বজিৎ মেশিনারিজের সামনে থেকে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিনটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।