নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনটি বার্মিজ চাকুসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ।
তারা হচ্ছেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঠপাড়ার জিএম কাওছারের ছেলে মামুন (২৭), হামিদপুরের হাসান মোল্লার ছেলে আব্দুল হামিদ (৩০), শহরের বারান্দীপাড়া ফুলতলা এলাকার আহম্মদ আলীর ছেলে রিপন (২৩) ও বারান্দীপাড়া কবরস্থান এলাকার শরিফুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে রাজবাবু (২৩)।
ডিবি পুুলিশ সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালান এসআই শাহিনুর রহমান। এ সময় তিনি সেখান থেকে ৪ ছিনতাইকারীকে ৩টি বার্মিজ চাকুসহ আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।