নিজস্ব প্রতিবেদক
যশোরে তিনদিন ব্যাপী ক্রিকেট আম্পায়ার কর্মশালা শুরু হয়েছে। নতুন আম্পায়ার তৈরি লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশ যশোর জেলা শাখা এ কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির সভাকক্ষে শুরু হওয়া কর্মশালা শেষ হবে শনিবার।
প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএম আকসাদ সিদ্দিকী শৈবাল কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক খান মোহাম্মদ শফিক রতন, বর্তমান সহ-সভাপতি আলমগীর সিদ্দিকী।
সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহমেদ র্যাবিন।