নিজস্ব প্রতিবেদক
যশোরে সদরের শাখারীগাতি গ্রামে রোববার রাতে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের সেলিম মোল্যা ও তার ছেলে বিপ্লব, অন্যজন লোকমান হোসেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরপাড়ার আমিন উদ্দীনের চা-দোকানের সামনে লোকমান হোসেনের ছেলে রাসেল ও শাখারীগাতি গ্রামের খালেকের ছেলে মুস্তাকিনের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় স্থানীয়রা ও চা দোকানি রাসেলের বড় ভাই রাজু দু’জনকে দুটো চড় মেরে বিষয়টি তাৎক্ষণিক মিটিয়ে দেয়। এর ঘণ্টা দুয়েক পরে রাত ১১টার দিকে মুস্তাকিন শাখারীগাতী গ্রামের দক্ষিণপাড়ার আলাউদ্দীনের ছেলে অপু, তপু ও একই এলাকার আমানউল্লাহ’র ছেলে অপুর নেতৃত্বে ৫-৬টি মোটরসাইকেল যোগে আরও অন্তত ১৫-১৬ জন লোক রাজু ও রাসেলকে খুঁজতে তাদের বাড়িতে আসে এবং হট্টোগোল ও ভাংচুর করে। এ সময় রাসেলের চাচাতো ভাই সেলিম মোল্যা, তার ছেলে বিপ্লব ও লোকমান হোসেন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তারা সকলেই আশংকামুক্ত।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।