নিজস্ব প্রতিবেদক: যশোরে তিন দিনব্যাপী যাত্রা উৎসব শুক্রবার শেষ হয়েছে। ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ স্লোগানকে সামনে রেখে যশোরের জেলা প্রশাশন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল যাত্রাপালা। গতকাল শেষ দিনে মঞ্চায়িত হয় জালাল উদ্দিনের রচনায় বদরুল আলম দুলালের ‘রক্ত রাঙা বাংলাদেশ’। এর আগে মঞ্চায়িত হয় ‘মায়ের চোখে জল’।
এদিন রাত ৮ টায় সমাপনী আয়োজনের অংশ হিসেবে যশোরের টাউনহল ময়দানে যাত্রাপালাটি মঞ্চায়িত হয়। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই নিয়ে যাত্রাপালাটি রচিত করা হয়।
সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, জেলা আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, নড়াইলের আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন প্রমুখ।