নিজস্ব প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগে এক পরিবারের তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেছেন যশোর সদর উপজেলার আরবপুর মোড়ের মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা বিশ্বাস। আসামিরা হলেন একই এলাকার মৃত ইকবাল হোসেন মিনুর ছেলে সুজন, সুজনের মা সুফিয়া খাতুন ও বোন রুনা খাতুন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা তাদের প্রতিবেশী। তারা কোয়েল পাখি লালন পালন করেন। কিন্তু তা ঠিকমত পরিচর্যা করে না। এতে করে পরিবেশ দূষিত হয়। একই সাথে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এ বিষয়ে তাদেরকে সতর্ক করলেও তারা শোনে না। এমনকি নানা ধরণের হুমকি ধামকি দেয়। সর্বশেষ গত ১৫ জানুয়ারি সকালে তার সন্তানকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটর সাইকেলে বের হয়। বাশপট্টি এলাকায় পৌঁছালেই আসামিরাসহ অজ্ঞাত আরও কয়েকজন লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাংচুর করে ও তার পকেটে থাকা ২৫ হাজার ৭শ’ টাকা লুট করে নিয়ে যায়।
সর্বশেষ
- যশোর খড়কির আসাদুল হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট
- যশোরে নিরব চাঁদাবাজি, যানজট, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
- নয় দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
- ১৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে মামলা
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- দুই গোলের জয়েও খুশি না যশোরের খেলোয়াড়-কর্মকর্তারা
- যশোর জেডিএসএ’র কমিটিতে এমপি নাবিলের ভাই এনাম
- লেখনিতে মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন রুকুনউদ্দৌলাহ্