নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার পর আপন হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরতলীর বারান্দীপাড়ায় এ ঘটনা ঘটে। আপন বারান্দীপাড়া বাঁশতলা এলাকার সেলিম হোসেনের ছেলে।
আহত আপন অভিযোগ করে বলেন, শহরের দড়াটানায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নিজ এলাকা বারান্দীপাড়ায় পৌছালে একই এলাকার শুভ (১৯) ও ফাহিম (১৫) হাসি ঠাট্টা কথা-কাটাকাটির এক পর্যায়ে পিঠে ও তলপেটে অতর্কিত ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার পিঠে এবং তলপেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।