নিজস্ব প্রতিবেদক
যশোরে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের ধর্মতলা এলাকার বখতিয়ার হোসেনের ছেলে ও শহরের কালেক্টরেট মার্কেটের ভাই ভাই গার্মেন্টসের মালিক ফরহাদ হোসেন (২৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দেবাড়ীয়া গ্রামের হাফিজুর রহমান। তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত ফরহাদ জানান, তিনি মামুনের নিকট দুই হাজার পাঁচশত টাকা পাবেন। তার নিকট তিনি পাওনা টাকা চাইলে বৃহস্পতিবার দুপুরে তাকে শহরের রেলগেট মুরগি ফার্মগেটের সামনে আসতে বলেন। তিনি সেখানে গেলে মামুনসহ আরও তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, বুধবার রাতে শহরের দড়াটানা থেকে রিকশা চালিয়ে খড়কি হাজাম পাড়ার ভাড়া বাসায় ফিরছিলেন চালক হাফিজুর। তিনি ডিসি বাংলোর সামনে পৌঁছালে অজ্ঞাত ৪ দুর্বৃত্ত গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘাম বিক্রির ৮৭০ টাকা কেড়ে নিয়ে সটকে পড়ে তারা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জানান, তার দুইজনই আশংকামুক্ত রয়েছেন।