নিজস্ব প্রতিবেদক
যশোরে চারশ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সদর উপজেলার মাহিদিয়া পূর্ব পাড়ার ইকরামুল বিশ্বাসের ছেলে জসিম উদ্দিন ও শহরের আরএন রোড নতুন বাজার এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া আব্দুল খালেকের ছেলে ইমরান হোসেন। তাদের নামে কোতোয়ালি থানায় শনিবার দুপুরে পৃথক দু’টি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ শনিবার গোপন সূত্র খবর পান কতিপয় মাদক বিক্রেতা শহরের নতুন বাজার নলডাঙ্গা রোড ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে মাদকদ্রব্য বেচাকেনা করছে। ওই সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে চাঁচড়া ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে খবর পান সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের জনৈক আজিজুল গাজীর চাদের দোকানের সামনে অবস্থান নিয়ে কতিপয় গাঁজা বিক্রেতা গাঁজা বেচাকেনার জন্য অবস্থান করছে।
ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা জসিম উদ্দিন দৌড়ে পালানোর চেষ্ট চালিয়ে ব্যর্থ হয়। তাকে আটক করে তার কাছ থেকে দুশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।