নিজস্ব প্রতিবেদক
যশোরে দুই বাংলার কবি সাহিত্যিকদের অংশগ্রহণে ‘কবিতামুহূর্ত’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে প্রেসক্লাব যশোরে সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় কবিদের কথা, কবিতা পাঠ ও আবৃতির এ আয়োজন। অনুষ্ঠানে পশ্চিম বাংলার কবি গৌতম চৌধুরী ও সমির দে রায়, বাংলাদেশের কবি ফারুক নয়াজ ও সুহিতা সুলতানাকে সম্মান জানানো হয় উত্তরীয় ও ফুল দিয়ে। আবৃত্তি করেন সাধন দাস, শ্রাবনী সুর, কাজী শাহেদ নওয়াজ, হারুন অর রশীদ ও অর্পিতা।
স্বরচিত কবিতা পাঠ করেন গৌতম চৌধুরী, সমির দে রায়, ফারুক নওয়াজ, সুহিতা সুলতানা, কাজী মাজেদ নেওয়াজ, নান্নু মাহবুব, ড. শাহনাজ পারভীন, আরশি গাইন, মাহমুদা রিনি, আনোয়ারুল হক, মারুফুল ইসলাম, গৌতম চক্রবর্তী, মামুন আজাদ প্রমুখ কবি।
সাহিত্য পরিষদের এ কাল-সেকাল ও কবিতা নিয়ে আলোচনা করেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল।