নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বারান্দীপাড়ার মাঠপাড়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন, মোল্লাপাড়ার আব্দুল কাদেরের ছেলে কুরবান ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে বাধন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের স্বজনরা জানান, কুরবান ও বাধন মাঠপাড়ায় একটি কাজে গিয়েছিলেন। এসময় কয়েকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানান।
এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলীম বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করেছে। জড়িতদের আটকে অভিযানে নেমেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, আহত কাদেরের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে স্থানীয়রা জানান।