নিজস্ব প্রতিবেদক: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে হত্যা প্রচেষ্টা মামলার দুই আসামি ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শিপন হোসেন, যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের রেজাউল হোসেন খোকন ও যশোর শহরের বেজপাড়ার অপু ঘোষ।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার রাতে র্যাবের একটি টিম যশোরে চৌগাছায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী শিপন হোসেন, একই দিন বিকেলে র্যাবের অপরটিম যশোর কোতয়ালি থানা এলাকা থেকে আসামী রেজাউল হোসেন খোকন ও বুধবার ৪ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় র্যাবের একটি চৌকসদল শহরের ৫নং ওয়ার্ডস্থ ১নং পানির ট্যাংকীর পাশ^বর্তী মনি স’ মিলের সামনে থেকে অপু ঘোষকে ৪২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৪৬৬০ টাকাসহ গ্রেফতার করে।