নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেটের সন্ত্রাসী রমজান আলী ও শংকরপুর বটতলা মসজিদ এলাকার আকাশ হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন ও সোহান হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার আত্মসমর্পণের পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ।
আসামি দেলোয়ার হোসেন শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবুল কালামের ছেলে এবং আকাশ হোসেন শংকরপুর এলাকার আলী আহম্মেদের ছেলে।
উল্লেখ্য, ৮ মার্চ রাতে রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় ৯ মার্চ নিহত রমজানের মা রেখা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে দেলোয়ার হোসেন। পুলিশি গ্রেপ্তার এড়াতে গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
এছাড়া, গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে শংকরপুরে খুন হন আকাশ। তিনি শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা সরদার ওরফে মেজোর ছেলে। এ ঘটনায় নিহতের মা ফরিদা খাতুন ১২ জনকে আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি সোহান। দীর্ঘদিন পলাতক থেকে গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।