নিজস্ব প্রতিবেদক: ‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’ স্লোগানে যশোরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক মো. হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি শাহিন ইকবাল, সাবেক সভাপতি ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
সনাক সভাপতি শাহিন ইকবাল জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পৃষ্ঠপোষকতায় সচেতন নাগরিক কমিটি যশোরের আয়োজনে দুইদিন ব্যাপী এই মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে ২২টি স্টল বসেছে। যার মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করা হচ্ছে।