নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার ও নওয়াপাড়া ইউনিয়নে দু’শতাধিক মানুষকে কম্বল দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শনিবার বিকেলে পৃথক দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কম্বল বিতরণ করেন।
মোল্লাপাড়া ঢাকা রোড়ে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, যুবলীগ নেতা শামসুর রহমান স্বপন, অহেদুর রহমান মিঠু, রিপন মিয়া, কালু হোসেন, সজল হোসেন সাঈদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আলীফ মোহাম্মদ, সিফাত হোসেন প্রমুখ।
নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কালীতলা মোড়ে জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লার সভাপতিত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাগর খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পিকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোসলেম বাবু, যুবলীগ নেতা মাসুম হোসেন, বনি হোসেন, রনি হোসেন, শিমুল হোসেন, সুমন হোসেন, ছাত্রলীগ নেতা তপু রায়হান প্রমুখ।