নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেটে নবনির্মিত মডেল মসজিদের যাত্রা শুরু হচ্ছে আজ। দৃষ্টিনন্দন ও অত্যাধুনিকভাবে নির্মিত জেলা পর্যায়ের এই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির আজ উদ্বোধন করবেন সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরসহ দেশের বিভিন্ন প্রান্তের এমন ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একসাথে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মসজিদের উদ্বোধন করবেন। যশোর কালেক্টরেট সভাকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন এজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম।
খুলনা বিভাগের যেসব মসজিদ উদ্বোধন করা হবে : যশোরের মুজিব সড়কের রেলগেটে জেলা পর্যায়ের মসজিদ, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, সদর, দামুড়হুদা, জীবননগর, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর, মহেশপুর, খুলনা জেলার তেরখাদা, কুষ্টিয়া জেলার দৌলতপুর, মিরপুর, বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা।
ধর্ম মন্ত্রণালয় মতে, ২০১৮ সালে দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় যশোরে জেলা পর্যায়ে একটি এবং ৮ উপজেলায় ৮টিসহ মোট ৯টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত হয়।
যশোর শহরের রেলগেটে প্রায় ৪৩ শতক জমির ওপর নির্মিত মডেল মসজিদের দৈর্ঘ্য হচ্ছে ১৭০ ফুট ও প্রস্থ ১১০ ফুট। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে চার তলাবিশিষ্ট এই মসজিদের নির্মাণকাজ শেষ হয় কয়েক মাস আগে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ১৪টি বিশেষ সুবিধা রয়েছে। এগুলো হলো- মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষা ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা। এসব মসজিদে একসঙ্গে ১ হাজার ২০০ জন নামাজ আদায় করতে পারবেন। আর তিনতলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে ৯০০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।
খুলনা বিভাগের যেসব মসজিদ উদ্বোধন করা হবে : যশোরের মুজিব সড়কের রেলগেটে জেলা পর্যায়ের মসজিদ, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, সদর, দামুড়হুদা, জীবননগর, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর, মহেশপুর, খুলনা জেলার তেরখাদা, কুষ্টিয়া জেলার দৌলতপুর, মিরপুর, বাগেরহাট জেলার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা।