নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকা থেকে আনুমানিক এক কোটি ৪২ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শার্শা উপজেলার ঘিবা গ্রামের বাসিন্দা আবু সাঈদ ও মহিনুর রহমান।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভোররাতে কোতোয়ালি থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুজনকে তল্লাশি করে তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯৭০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তারা স্বর্ণের এই চালানটি ঢাকা থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।