নিজস্ব প্রতিবেদক
যশোরে দেবরের হাতে ভাবি লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। ভাবি সুইজারল্যান্ড প্রবাসি মারিয়া মারলেন আব্বাসকে (৩৪) পিটিয়ে আহত করেছেন বলে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় শহরের পুরাতন কসবা এলাকায়। বর্তমানে তিনি স্বামী আব্বাসের সাথে শহরের পুরাতন কসবা এসপি বাংলোর পাশে বসবাস করছেন।
আহত মারিয়া মারলেন আব্বাস অভিযোগ করে বলেন, দেবর রেজাউল করিম (৪২) ও নাছির উদ্দিনসহ (৪০) তারা পুরাতন কসবা এসপি বাংলোর পাশে একই বাড়িতে বসবাস করেন। ওয়ারিশ সূত্রে পাঁচতলা বিশিষ্ট বিল্ডিংয়ের এক অংশে ছাত্রাবাস ভাড়া দেওয়া যা সকলেই অংশীদার। দেবর রেজাউল অনেকদিন যাবত বিল্ডিংয়ের ছাত্রবাসের ভাড়ার পুরোটাই উত্তোলন করছেন। তাছাড়া তারা বিভিন্ন সময়ে তাদের তাড়িয়ে দেওয়ার জন্য অত্যাচার নির্যাতন করে চলেছেন।
এছাড়াও বেশ কিছুদিন পূর্বে তাদের ক্রয়কৃত একটি রেফ্রিজারেটর জোর করে নিয়ে দেয়। কিন্তু কোন বিদুৎ বিল পরিশোধ করে না। গত রোববার সন্ধ্যায় বিদ্যুৎ বিলের টাকা চাওয়া ও ফ্রিজটি তার ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। সেসময় তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করেন। কাপড় টেনে শ্লীলতাহানি ঘটায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শপিকুল আলম চৌধুরী জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।