নিজস্ব প্রতিবেদক: যশোরে গতকাল দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। দুপুর ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল।
অতিথিরা অল্প সময়ে পাঠক সমাদৃত হওয়ায় দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অনুসন্ধান সংবাদ পরিবেশনায় পত্রিকাটি ইতোমধ্যে অনেক সংবাদপত্রের ভিড়ে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।
দেশ রূপান্তরের যশোর প্রতিনিধি শিকদার খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।