নিজস্ব প্রতিবেদক
রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যশোর পৌরসভা। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে শব্দ দূষণ রোধ, দ্রব্যমূল্য সহনশীল রাখার জন্য কাচাবাজারে মূল্য তালিকা টাঙানো, কাপড় ও জুতার দোকান বা শপিং মলের সামনে টেবিল বসিয়ে পণ্য বিক্রি উচ্ছেদ, ড্রেনের উপর ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খোলা খাবার বিক্রি বন্ধে অভিযান চালানো হবে। আর ফলমূলে ফরমালিন না মেশানো, ভেজাল খাবার বিক্রি বন্ধ ও যানজট রোধে ১০ রমজান হতে এইচএমএম রোডে মোটরসাইকেল ও রিক্সা প্রবেশ বন্ধ করে দেয়া ও অতি মুনাফা আদায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার পৌরসভা সভাকক্ষে বাজারের প্রতিনিধিদের সাথে জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ। তিনি বলেন, রমজানে কোন ব্যবসায়ী যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে। এজন্য বাজার মনিটরিং করা হবে। বিশেষ করে ভেজাল খাদ্য বিক্রি, দ্রব্যমূল্য বেশি নিয়ে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। আর ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘিœ ঘটালে উচ্ছেদ করা হবে। আর ড্রেনে যারা ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সিনিয়র কৃষি বিপণন অফিসার রবিউল ইসলাম বলেন, গ্যাস, সয়াবিন তেল ও চিনি সরকার নির্ধারিত দামে এখন বিক্রি হচ্ছে। বিক্রেতা কাচা তরকারি কেনার উপর দাম নির্ধারণ করে বিক্রি করছে। তাদেরকে দাম সহনশীল রাখতে বলা হয়েছে।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ বলেন, ফুটপাত দখল থেকে অবৈধ স্থাপনা অপসারণ, ড্রেনে ময়লা ফেলা বন্ধ, ভেজাল খাদ্য বিক্রি ও বেশি দামে পণ্য বিক্রি বন্ধ করা সংক্রান্ত মাইকিং করানো হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, ব্যবসায়ী বিকাশ চন্দ্র ঘোষ ও মীর শাওন।
১ Comment
Pingback: ঢাকা বায়ুদূষণে আজ সপ্তম