নিজস্ব প্রতিবেদক
যশোরে এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষা নকল মুক্ত সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত সভা থেকে কেন্দ্র সচিবদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে, পরীক্ষা সুষ্ঠুৃ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কেন্দ্র সচিবগণ স্ব স্ব কেন্দ্রের ইনভিজিলেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। একই বেঞ্চে একই দুইজন প্রার্থী বসানো যাবে না। প্রত্যেক রুমে একাধিক স্কুলের পরীক্ষার্থী বসাতে হবে। পরীক্ষা শুরুর সর্বোচ্চ ৩০ মিনিট আগে প্রশ্নের প্যাকেট খুলতে হবে। কেন্দ্র সচিব স্বহস্তে বিধি মোতাবেক এ কাজটি করবেন। কেন্দ্রে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কেন্দ্র সচিব ও হল সুপার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এমনকি কক্ষ পরিদর্শকের প্রতি এ বিষয়ে কঠোরতা। বিষয় ভিত্তিক কক্ষ পরিদর্শক নিযুক্ত করা যাবে না। যে কক্ষে যে প্রতিষ্ঠানের পরীক্ষার্থূ পরীক্ষা দেবে। ওই কক্ষে সেই প্রতিষ্ঠানের শিক্ষককে কক্ষ পরিদর্শক নিযুক্ত করা যাবে না। এ নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইকবাল প্রমুখ। এসময় সকল কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।