নিজস্ব প্রতিবেদক
যশোরে নদী রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কালেক্টরেট সভাকক্ষের অমিত্রাক্ষরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল। সভায় আসছে বর্ষা মৌসুমে বিশেষ করে অভয়নগর, মণিরামপুর ও কেশবপুরে জলাবদ্ধতা রোধ করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়। যে সকল উপজেলাতে নদী খনন ও সংস্কারের কাজ চলমান; সেগুলো সঠিকভাবে কাজ চলছে কিনা সেদিকেও নজর রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জেলার জলমহালগুলোর বিদ্যামান সমস্যাগুলো সমাধানেও নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম আরাফাত রহমান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা প্রমুখ।