নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে যশোরে পরিচিত মুখ শোয়াইব হোসেন। যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে প্রতিটি কার্যক্রমে ছিলেন সক্রীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। এবার সকল কার্যক্রম থেকে সরে দাড়ালেন তিনি। রোববার সন্ধ্যায় ফেসবুকের একটি পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন-‘২০১৮-তে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতির যাত্রা, ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কোটা প্রথা বহালের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের শুরু থেকে ১ দফা, পরবর্তীতে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বিপ্লবের অংশ হতে পেরে গর্বিত। আমি বৈষম্য বা অন্য কোনো কমিটিতে ছিলাম না, তবে জাতীয় নাগরিক কমিটি নামক অরাজনৈতিক প্লাটফর্মে ছিলাম। ছিলাম শুধুই রাজপথের কর্মী হয়ে। আপাতত সরে দাঁড়াচ্ছি ! রাষ্ট্রের প্রয়োজনে আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ – আলবিদা।’

 
									 
					