নিজস্ব প্রতিবেদক
যশোরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা; প্রজন্ম থেকে দায়বদ্ধতা’ এ প্রতিবাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা। এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান নাদুর হোসেন বিশ্বাস, প্রবীণ শিক্ষাবিদ মশিউল আযম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আতাহার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আখতারুজ্জামান সিকদার। এর আগে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রবীণ হিতৈষী সংঘসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক।