নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনভর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এদিন বিকালে শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্রান্তিকালে বিশেষ করে ছয় দফা ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার সময় বঙ্গমাতা বঙ্গবন্ধুকে প্রেরণা দিয়েছিলেন। বঙ্গমাতার দৃঢ় মানসিকতায় বঙ্গবন্ধু অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন। বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ ভাষণ তথা ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেরণায় ছিলেন বঙ্গমাতা। তার কাছে থেকে অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু বিশ্বের সেই বিস্ময়কর ভাষণ দিয়েছিলেন। বাংলাদেশে নারী জাগরণের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন বঙ্গমাতা। যশোর পৌর আওয়ামী লীগের আয়োজনে নেতৃবৃন্দ আরো বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, অনুপ্রেরণা ও শক্তি ছিলেন। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে তিনি তাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন। মহীয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার।
বক্তরা আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও তাদের অপতৎপরতা জোরদার করছে। বিভিন্ন আন্দোলন কর্মসূচির নামে আবারও রাজপথে আগুন সন্ত্রাস করছে। নিজেদের কর্মসূচিতে নিজেরা ফ্যাসাদে জড়িয়ে তারা সরকারের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। তাদের সকল অপকৌশল কোনো রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগ এদের প্রতিহত করবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। পৌর আওয়ামী লীগের নেতা এস এম ইউসুফ শাহিদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয় সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মুজিব উদ-দৌলা কনক, পৌর আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম শাহীন, সাবেক ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাজিব, যুব মহিলা নেত্রী শেখ সাদিয়া মৌরিন, পৌর আওয়ামী লীগের রবি মোল্যা। দোয়া পরিচালনা করেন পৌর নেতা লোকমান হোসেন। এর আগে, দলীয় কার্যালয়ে যশোর মহিলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা মিলি, সহ-সভাপতি সেলিনা বানু, দেলোয়ারা বানু, মাজেদা পারভীন, যুগ্ম সম্পাদক নাজমুন নাহার নাজমা, শাহানা আক্তার, সালমা পারভীন কেয়া, সাংগঠনিক সম্পাদক নাদিরা সুলতানা নীলা, প্রচার সম্পাদক রোমানা খানম রিক্তা, দপ্তর সম্পাদক ফারহীন রহমান প্রমুখ। এর আগে, যশোরে যুবলীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিল করেছেন।
অন্যদিকে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের আয়োজনে শহরের গাড়িখানা রোড়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক পরিবেশ সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। রাতে জেলা যুবমহিলা লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটি জেলা শাখার সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজমা ইসলাম, সখিনা আক্তার, হাসিনা আক্তার, শাহিনা আমজাদ, সাংগঠনিক সম্পাদক শাহনাজ আক্তার, শহর যুব মহিলা লীগের আহ্বায়ক মাজেদা আক্তার প্রমুখ।
এদিকে দুপুরে যশোর সরকারি এম এম কলেজে বৃক্ষরোপণ ও আলোচনা সভা করেছে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রলীগ। কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। প্রধান বক্তার ছিলেন সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম তানভীর আহমেদ রিয়েলের সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানা, যুগ্ম-সাধারণ ইমন হোসেন, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ এম এম কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শরীফ নূর আলী রেজা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, আনিছুর রহমান, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, যুব সম্পাদক জাহিদ হাসান, শ্রম সম্পাদক সোহবার হোসেন, সদস্য বাবর আলী, সদর উপজেলা শাখা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটো, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম খান ও শহর শাখা সভাপতি সোহাগ বিশ^াস।
অপরদিকে, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সামির ইসলাম পিয়াসের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য মোবাশ্বের বাবু, যশোর সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাশেম, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল হক রিপন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিল্টন হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা লালটু, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ গাজি টিপু সুলতান, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম হোসেন। জেলা ছাত্রলীগ নেতা রাজা প্রমুখ।