নিজস্ব প্রতিবেদক
শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনার মধ্যে দিয়ে যশোরে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে কালেক্টরেট চত্বর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, শিক্ষাকরা জাতি গঠনের কারিগর। অথচ শিক্ষকদের সেই সম্মান, মর্যাদা কমে গেছে। সেই জায়গা ফিরিয়ে আনতে হবে। এজন্য পরিবারের ভুমিকা গুরুত্বপূর্ণ।
জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পারভীনা খাতুনের পরিচালনায় রাখেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হান্নান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি আবুল হাশেম রেজা, যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দস সবুর খান, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খারুল আনাম।
আলোচনায় শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা দেয়ার দাবী করেন। শেষে ৭ গুণী শিক্ষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। তারা হলেন, শার্শার বাগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, সদরের পাঁচবাড়িয়া-বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুলতানা রাজিয়া, সদরের আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী মৌলভী ফারুক আহম্মদ, যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজের সহকারি শিক্ষক পারভীনা খাতুন, শার্শার ধান্যখোলা ডিএস দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক বুলবুল হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী ড. এস. এম তাজউদ্দিন ও সদরের আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক বি.এম. মাসুদ পারভেজ।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন : বাংলাদশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোরের আয়োজনে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রাসূল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক সমাজই জাতির আত্মা। তাঁদের আদর্শ, সততা ও নিষ্ঠাই একটি সুশৃঙ্খল, নৈতিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূলভিত্তি। শিক্ষকগণ যদি নিজেদের চরিত্র ও আদর্শে উজ্জ্বল উদাহরণ স্থাপন করতে পারেন, তাহলে নতুন প্রজন্ম দেশপ্রেম, দায়িত্ববোধ ও ন্যায়নীতিতে গঠিত নাগরিক হিসেবে বেড়ে উঠবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক জয়নাল আবেদিন, মতিয়ার রহমান, অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ সাইদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতির অগ্রগতির চালিকাশক্তি। তাঁদের সঠিক দিকনির্দেশনা ছাড়া দেশ কখনও টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। শিক্ষা ব্যবস্থায় মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংগঠক ও নেতৃবৃন্দ অংশ নেন। অংশগ্রহণকারী শিক্ষক ও সংগঠকরা শিক্ষক মর্যাদা রক্ষা করো, শিক্ষা জাতির মেরুদ- এই শ্লোগানে উদ্দীপ্ত ছিলেন।
